বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

হরিণাকুন্ডুতে গাঁজা গাছসহ গ্রেফতার ১ জন

নিজস্ব প্রতিবেদক / ২৬৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২, ১০:৩৬ অপরাহ্ন

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন হিঙ্গারপাড়া থেকে তাজা/সতেজ গাঁজা গাছসহ ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬,ঝিনাইদহ।

রোববার (২৭ মার্চ ২০২২ ইং) রাতে র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানাধীন হিঙ্গারপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজার গাছসহ নিজ ফসলের জমিতে অবস্থান করছে।উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য হরিণাকুন্ডু থানাধীন হিঙ্গারপাড়া গ্রামের জনৈক মোক্তার হোসেনের নিকট লিজ (কট) নেওয়া জমিতে চাষকৃত সবজি ক্ষেতের ভিতরে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে মোঃ আবুল হোসেন মন্ডল (৫০),পিতা- মৃত: আবু তালেব মন্ডল,সাং- হিঙ্গারপাড়া,থানা- হরিনাকুন্ডু, জেলা- ঝিনাইদহ থেকে গ্রেফতার করে।এ সময় গ্রেফতারকৃতের নিকট হতে জমিতে চাষকৃত সবজি ক্ষেতের ভিতরে লাগানো তাজা/সতেজ গাঁজা গাছ যাহার ওজন ০৩ কেজি ১৪০ গ্রাম এবং নগদ-৫০০/-টাকা উদ্ধার করে র‍্যাব।জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত কে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়।তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »