ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের হামিরহাটি গ্রাম থেকে লিজা খাতুন (১৯) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকাল ৫টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।লিজা খাতুন ওই গ্রামের সাঈদ হোসেনের স্ত্রী ও সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের কামাল হোসেনের মেয়ে।গত ৮ মাস পুর্বে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়।স্থানীয়রা জানায়,শুক্রবার বিকেলে নিজ ঘরের আড়ার সাথে লিজাকে ঝুলতে দেখে পরিবারের স্বজনার প্রতিবেশীদের খবর দেয়।পরে সেখান থেকে তাকে নামানোর আগেই তার মৃত্যু হয়।খবর পেয়ে হরিণাকুন্ডু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।লিজার পিতা কামাল হোসেন বলেন, আমার মেয়ে আত্মহত্যা করবে কেন। ওরা আমার মেয়েকে মেরে ঝুলিয়ে রেখেছে। আমি এর বিচার চাই।
লিজার চাচা হায়দার আলী বলেন, আমরা এখানে এসে যা দেখলাম তাতে তো আত্মহত্যা মনে হচ্ছে না। আমাদের মনে হচ্ছে তাকে মেরে ফেলা হয়েছে।যাই হোক না কেন আমরা পুলিশের কাছে দাবী করি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যেন ব্যবস্থা নেয়া হয়।হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি এটি আত্মহত্যা।মৃত নারীর শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।