বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন

হরিণাকুন্ডুতে তিন ইজিবাইক চোর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৫১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২, ৯:২৭ অপরাহ্ন

হরিণাকুন্ডু থানা পুলিশ ইজিবাইক চোর দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হচ্ছে মাগুরা সদর উপজেলার তেফুলিয়া গ্রামের কামাল বিশ্বাসের ছেলে হাসান বিশ্বাস (৫০),সামাদ মন্ডলের ছেলে আজিজ মন্ডল (৪০) ও হরিণাকুন্ডুর শড়াতলা গ্রামের আলী হোসেনের ছেলে খোকন (২৫)। পুলিশ জানান,হরিণাকুন্ডুর পৈলেনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মোঃ সোহাগের একটি ইজিবাইক চুরি হয়ে যায়। গত ১০ এপ্রিল সোহাগ হরিণাকুন্ডু থানায় অবিযোগ করেন।পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করে। প্রযুক্তি ও মোবাইল ট্রাকিং করে ঢাকার সাভার থেকে আসামী খোকন আলীকে গ্রেফতার করে।তার দেওয়া তথ্য অনুযায়ী মাগুরা থেকে হাসান ও আজিজকে গ্রেফতার করে। আসামীদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক পুলিশ চুরি যাওয়া ইজিবাকটিও উদ্ধার করে।ইজিবাইক চালক সোহাগ জানান,খোকন ঝিনাইদহ যাওয়ার কথা বলে আমাকে সারাদিন বিভিন্ন স্থানে নিয়ে বেড়ান।এক পর্যায়ে টাকা দেওয়ার কথা বলে তার নিজ বাড়িতে নিয়ে যায়।বাড়ি ফেরার পথে মাঝপথে ছুরি দেখিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »