বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন

হরিণাকুন্ডুতে প্রতিবন্ধী শিশুদের প্রীতি সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক / ২৯৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ৮:১৫ অপরাহ্ন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে প্রতিবন্ধী শিশুদের প্রীতি সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হরিণাকুন্ডু জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে হরিণাকুন্ডু প্রতিবন্ধী বিদ্যালয়।
হরিণাকুন্ডু শিশুকলি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী সঞ্জয় ট্রাস্টের প্রতিষ্ঠাতা সঞ্জয় কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা,মাগুরা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রদীপ কুমার। অনুষ্ঠান পরিচালনা করেন সঞ্জয় ট্রাস্টের ট্রাস্টি আলমগীর হোসেন।এসময় বক্তারা, উন্নত দেশ গড়তে প্রতিবন্ধী শিশুদের সমাজের মুল ধারায় ফিরিয়ে আনতে তাদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।পরে বিদ্যালয়ের পৃষ্টপোষক প্রবাসী সঞ্জয় ট্রাস্টের প্রতিষ্ঠাতা সঞ্জয় কুমার সাহাকে সংবর্ধণা প্রদাণ করা হয়।শেষে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »