দেশের দক্ষিণ পশ্চিম বঙ্গের বিপ্লবী বাঘাযতীন ও লালনের জনপদ, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ঐতিহ্যবাহী ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়টি ২০০৫ সালে স্থাপিত হয়ে অদ্যবদী পর্যন্ত সুনামের সাথে শিক্ষাদান করে আসছে।উপজেলার ছায়াঢাকা পল্লীর জনপদ ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এক উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে শনিবার (১৯ মার্চ) এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।ভোট গণনা শেষে নির্বাচনে প্রিজাইডিং অফিসার হরিণাকুণ্ডু উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক ঘোষণা করে।নির্বাচনে ৪ জন অভিভাবক পুরুষ সদস্যের বিপরিতে ১০ জন সাধারণ অভিভাবক সদস্য এবং সংরক্ষিত মহিলা ১ জনের বিপরীত আসনে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।এতে ভোটার সংখ্যা ছিলো মোট ১৮৭ জন,মোট মহিলা ভোটার ১৫ জন,ফলাফলে অভিভাবক প্রতিনিধি হিসেবে সাধারণ আসনে ১ম স্থানে তরিকুল ইসলাম (১০৮) ভোট,২য় স্থান মিলন হোসেন (৯৬) ভোট,রাসেল আহমেদ (৯৬) ভোট,মোঃ সেনাদুল হক (৯০) ভোট পেয়ে বিজয়ী হন।অপরদিকে মহিলা সংরক্ষিত সদস্য পদে হাসিনা খাতুন ৯৩ ভোটে নির্বাচিত হন।প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক জানান,অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা এর নেতৃত্বে আইন শৃংখলা বাহিনীর দ্বায়ীত্ব পালন করেন এ এসআই জগদীশ চন্দ্র বসুসহ সঙ্গীয় ফোর্স।এদিকে ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিজয়ী প্রার্থীরা সাংবাদিকদের জানান,এই অঞ্চলের ছেলে মেয়েরা দুর দূরান্ত থেকে এসে স্কুলে ভর্তি হয়। স্কুল সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনায় আমাদের দায়িত্ব যথাযথ পালন করবো।শিক্ষার্থীরা যাতে একটি আদর্শ মানুষ হিসেবে তাদের সোনালী ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।