সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৫৯ অপরাহ্ন

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১০৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে খাদিজা নামে (৫) এক শিশু মারা গেছে।

রোববার বিকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাজনাখাল গ্রামের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওই বাড়ির মো. মহিউদ্দিনের মেয়ে। সে ওই এলাকার আব্দুল মান্নান মেমোরিয়াল একাডেমির শিশু শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সে খেলতে গিয়ে নিখোঁজ হয়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন কোথাও তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পর্যায়ে বাড়ির পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নাঈম যুগান্তরকে জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!