কুষ্টিয়া শহরে হিট স্ট্রোকে রাজ্জাক নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে।
আজ বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার ছয় রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের একদিল শাহ মাজার এলাকার হাসেন এর ছেলে। এ তথ্যটি নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার এস আই সাহেব আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাজ্জাক ব্যাটারী চালিত অটো চালিয়ে ছয় রাস্তা মোড়ে অবস্থান করে, অটোতে থাকা যাত্রী নামিয়ে হঠাৎ তিনি প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েন। এমন দৃশ্য দেখে স্থানীয় পথচারীরা ছুটে আসেন। এমত অবস্থায় তাৎক্ষণিক স্থানীয়রা পুলিশে খবর দিলে মডেল থানার পুলিশ এসে দেখতে পান অটো চালক মারা গেছেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডঃ তাকে মৃত ঘোষণা করে।
পরে নিহত রাজ্জাক কে মর্গে প্রেরন করা হয়।