মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন, হিলিতে তাপমাত্রা ১২.৫

নিজস্ব প্রতিবেদক / ২৬৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২, ১০:৪১ পূর্বাহ্ন

দিনাজপুরের হিলিতে পশ্চিম ও উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

বুধবার সকাল থেকে চলছে সূর্যের লুকোচুরি খেলা। শীতের প্রকোপে ভোগান্তিতে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া গরিব অসহায় মানুষগুলো।

অন্যদিকে দিনে সূর্যের দেখা মিললেও তাপ মিলছে না। বিকাল থেকে শীতের প্রকোপও বেড়ে যাচ্ছে।

মঙ্গলবার সকালে সূর্যের মুখ দেখা গেলেও কিছুক্ষণ পর মেঘে ঢাকা পড়ে। এর পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। মাঝে মাঝে হালকা বৃষ্টি পড়তে থাকে। তীব্র হিম বাতাসে মানুষ গরম কাপড় পরে শুধু জরুরি প্রয়োজনে বের হচ্ছে।

বুধবার সকাল থেকে ৯টা পর্যন্ত কোনো প্রকার সূর্যের দেখা মেলেনি। চারদিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে। আকাশে মেঘ জমেছে। যে কোনো সময় বৃষ্টি হতে পারে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বুধবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭-৮ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

তিনি আরও জানান, আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »