বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

হিমেল হাওয়ায় বেড়েছে শীত, দিনাজপুরে তাপমাত্রা ১১. ৯

নিজস্ব প্রতিবেদক / ২৪৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ১১:৩১ পূর্বাহ্ন

দিনাজপুরের হিলিতে বৃষ্টির কারণে বেড়েছে শীতের প্রকোপ। হিমেল বাতাসে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনজীবন। এতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ। সকালে সূর্যের দেখা মিললেও রোদের তেজ কম।

সোমবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৯ ডিগ্রি সেলসিয়াস; বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার, তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭-৮ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

রোববার সারা দিন সূর্যের দেখা মেলেনি। পুরো এলাকা মেঘাচ্ছন্ন হয়ে ছিল। হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় শীতের প্রকোপ বাড়তে থাকে।

এ ছাড়া সৈয়দপুরে ১২ দশমিক ৬, রংপুর ১৪, ডিমলা ১৩ দশমিক ৩, রাজারহাট (কুড়িগ্রাম) ১৩ দশমিক ৫, নওগাঁ ১৪ দশমিক ৫, রাজশাহী ১৬, চুয়াডাঙ্গা ১৪ দশমিক ৬, শ্রীমঙ্গল ১৬ দশমিক ৩। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত তেঁতুলিয়াতে ১১ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, কুড়িগ্রাম, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, নরসিংদী, নোয়াখালী, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর, পটুয়াখালী, ভোলা, কুমিল্লাসহ দেশের আরও অনেক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ রংপুর বিভাগের তুলনায় অন্যান্য বিভাগসমূহে বেশি ছিল।

তবে আগামী ২৪ ঘণ্টায় দেশের আরও কিছু কিছু স্থানে বৃষ্টির আভাস রয়েছে। এর পর বৃষ্টির প্রবণতা সব স্থানে কমে আসবে। তবে শীতের মাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »