বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

হেশেল ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৪৬৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৮:৪৭ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিঘলকান্দি বিশ্বাস পাড়ায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলেন— সোনিয়া খাতুন (৭), ও সুরুমিলা খাতুন (২)। তারা সম্পর্কে আপন দুই বোন এবং একই এলাকার মোহাম্মদ দুখির মেয়ে। মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সবুজ হোসেন একই পরিবারের দুই শিশু কন্যার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আজ বিকেল ৩টায় দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যায়। যখন আগুন লাগে, তখন নিহত ওই দুই শিশু ঘুমিয়ে ছিলেন বলে পরিবারের লোকজন জানায়। প্রায় দুই ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। সবুজ হোসেন আরও বলেন,ওই বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »