বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

হোগলবাড়িয়ার উন্নয়নের সুযোগ চেয়েছি আঃ লীগের কাছে : মাহি

নিজস্ব প্রতিবেদক / ৫০১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১, ১২:৪৬ পূর্বাহ্ন

“কুষ্টিয়ার দৌলতপুরের হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা, এক সময়ের সফল সভাপতি প্রয়াত ফরহাত আলী বিশ্বাস আমার দাদা। আমরা বংশ পরম্পরায় বঙ্গবন্ধু আদর্শের রাজনীতি করে আসছি। কখনোই আওয়ামী বিরোধী বা সংগঠন বিদ্রোহী কোন কাজে অংশ নেইনি। ইউনিয়নের মানুষকে কথা দিয়েছি তাদের পাশে থাকবো। আসলেও যেন তাদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যেতে পারি একারণেই বাংলাদেশ আওয়ামী লীগের কাছে মনোনয়ন প্রাপ্তীর আবেদন করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন দিলে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিবো। প্রতিনিধিরা ইচ্ছা করলে ভালো কিছু করতে পারে, অভাবনীয় উন্নয়ন ঘটাতে পারে এটা ইনশাল্লাহ আমি করে দেখাতে পারবো। এলাকার সর্বস্তরের মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই।”

মঙ্গলবার রাজধানীতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আবেদন সম্পন্নের খবর জানিয়ে এসব কথা বলেন জাতীয় শ্রমিক লীগ দৌলতপুর উপজেলা শাখার সদস্য সচিব তরুণ রাজনীতিক মাহমুদুল হাসান মাহি।

হোগলবাড়িয়া ইউনিয়নকে একটি আদর্শ ও ডিজিটাল ইউনিয়নে রূপান্তরের পরিকল্পনা দেখিয়ে বেশ আগেই ভোটের মাঠে প্রার্থীতা প্রকাশ করেন মাহমুদুল হাসান ওরফে মাহি বিশ্বাস। উপজেলার সোনাইকুন্ডী গ্রামের হাজী মোঃ মিজানুর রহমানের সন্তান মাহি বিশ্বাস একাডেমিক ভাবে মাওলানা শেষ করেছেন অর্থাৎ তিনি মাস্টার্স সমমান। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে দৌলতপুরে মাহি বিশ্বাস একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন। সামাজিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ও মানুষের সহযোগিতায় নানা কাজের দৃষ্টান্ত রয়েছে তার।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর