মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন

১২ লাখ টাকার হেরোইনসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক / ২৭৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১, ৮:৪৩ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার গ্রামে জেলা গোয়েন্দা পুলিশ ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের আড়াইশ গ্রাম হেরোইনসহ দুই যুবককে আটক করেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মানিক (৩৫) একই এলাকার হাসান আলীর ছেলে মো. মামুন হোসেন (২২)।

অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক(এস.আই) মো. শহিদুল ইসলাম মোল্লা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মামুন হোসেনের বাড়ি থেকে তাদের দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই হেরোইনের বর্তমান বাজার মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা।

গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য স্বীকার করেন।

এসআই মো. শহিদুল ইসলাম মোল্লা বলেন, এই ঘটনায় শ্রীপুর থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর