শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

১৭ লাখ সিম ব্যবহারকারী দুই দিনে ঢাকা ছেড়েছেন

নিজস্ব প্রতিবেদক / ৫১২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১, ৯:৪৭ অপরাহ্ন

গ্রামের বাড়িতে ঈদ করতে গত ১৫ ও ১৬ জুলাই দুই দিনে ঢাকা ছেড়েছেন ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ সিম ব্যবহারকারী।

রোববার রাতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক ওয়ালে পোস্ট দিয়ে জানিয়েছেন, গত ঈদের মতো এবারো বিটিআরসি ঢাকা ছেড়ে যাওয়া সিমের হিসাব দিল। গত ১৫ ও ১৬ জুলাই দুই দিনে ঢাকা ছেড়েছেন ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ সিম ব্যবহারকারী।

এর মধ্যে গ্রামীণফোনের সিম ৭ লাখ ৭৪ হাজার ৭৮৪, বাংলালিংকের ৪ লাখ ৬৪ হাজার ৪৯২, রবির ৩ লাখ ৪২ হাজার ৮২ ও টেলিটকের ১ লাখ ১২ হাজার ২২৯টি সিম রয়েছে। সব মিলিয়ে মোবাইল সিমের সংখ্যা ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭টি।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর