মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

১ লাখ ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিবেদক / ২৪৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ১০:৪০ পূর্বাহ্ন

কক্সবাজার টেকনাফ শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ি মাদকবিরোধী অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা ও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় পাচার কাজে জড়িত থাকার দায়ে এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ কোনারপাড়া এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

আটকৃতরা হলেন- দক্ষিণপাড়ার শামসুল আলমের পুত্র মোহাম্মদ আলম (২৪), কোনারপাড়ার মনির আহমদের মেয়ে তাসলিমা আক্তার (২৪)।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আমিন যুগান্তরকে জানান, মঙ্গলবার রাতে ধৃত ব্যক্তিরা মাদক বিক্রয়ের জন্য তসলিমার নিজ বসতবাড়িতে মজুত রেখেছে— এই সংবাদে টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে এক লাখ ইয়াবা ও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে। তবে ওই ঘটনায় ধৃত আসামিসহ পলাতক আরও তিন আসামির বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »