কুষ্টিয়ার দৌলতপুরের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে আনজীরা খাতুন (৩৫) নামের এক নারী নিখোঁজের ঘটনা ঘটেছে।
এদিকে নিখোজের ২৪ ঘন্টা পার হলেও নিখোঁজ নারীর কোন সন্ধান পায়নি ভেড়ামারা ফায়ার সার্ভিসের উদ্ধারকারি দল এমন টি জানিয়েছেন ভেড়ামারা ফায়ার স্টেশন।
গত শুক্রবার বিকেলে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকার মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আনজীরা খাতুন শুক্রবার বিকেল চার টার সময় বাড়ীর পাশে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গেলে খরস্রোত নদীতে তলীয়ে যায়।
পরে আনজীমাকে উদ্ধারে স্থানীয়রা ব্যার্থ হলে ভেড়ামারার ফায়ার সার্ভিসকে জানানো হয় তারা এসে উদ্ধার কাজ শুরু করে।
উদ্ধারের বিষয়ে ভেড়ামারা ফায়ার স্টেশনের সহকারী অফিসার আজিম হক গণমাধ্যমকে জানান, শনিবার সকালে খুলনা থেকে আসা ডুবুরি দল নিখোঁজ নারীকে উদ্ধারে কাজ করছে।
নিখোঁজ আনজীমা ঐ এলাকার আকালী কারিগরের মেয়ে ও ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামের মৃত আনারুল ইসলামের স্ত্রী।
স্বামীর মৃত্যুর পর দুবছর ধরে বাবার বাড়িতে থাকতেন আনজীমা খানুন বলে জানিয়েছেন এলাকাবাসী।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আনজীরা খাতুনকে নদীতে খুঁজে পাওয়া যায়নি উদ্ধার কাজ চলমান আছে বলে জানান স্থানীয়রা।