শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

৩০ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক / ৪০৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ১০:৩৭ অপরাহ্ন

আর্ত-মানবতার সেবায় গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ সিলেটের’ উদ্যোগে ৩০ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৭৪ হাজার চারা রোপণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সেভ সিলেটের শাখা সংগঠন ‘সেভ বালাগঞ্জ’ ও ‘বালাগঞ্জ ব্লাড সেন্টারের’ যৌথ উদ্যোগে বালাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ, বালাগঞ্জ থানাসহ উপজেলা সদরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

২৫ আগস্ট পৃথক স্থানে বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ মণ্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান, সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, উপজেলা পূজা পরিষদের সভাপতি রজত দাস ভুলন, সেভ সিলেটের বালাগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর সাংবাদিক মো. আব্দুস শহিদ, সহকারী কো-অর্ডিনেটর মীর মাহফুজ আহমদ, ভলান্টিয়ার রিপন আহমদ, আবু শাহজাহান, হেলাল আহমদ, এ সোহাগ, রুহিন আহমদ, জুনেল তালুকদার, এরামুল হাসান, জাহাঙ্গীর আলম, মাহমুদুল হাসান, আইমান আহমদ, আদিল আহমদ, আব্দুর রহিম, বাবলা তালুকদার ও সুজন আহমদ প্রমুখ।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »