‘৩৩৩’ কল দিলেই খাবার নিয়ে গ্রামে গ্রামে গিয়ে কলদাতার বাড়িতে ১১ পদের খাবার নিয়ে হাজির হচ্ছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল।
শুক্রবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার যদুবয়রা ইউনিয়নের ছাতিয়ান ব্রিজ এলাকায় ১০ জন কলদাতার হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন ইউএনও।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলায় এপর্যন্ত ‘৩৩৩’ এ প্রায় ৫৫০ টি কল এসেছে। সেগুলো যাচাই বাছায় করে ৪৩৫ জনকে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, করোনায় অনেকেই কর্মহীন ও অসহায় হয়ে পড়েছেন। অনেকে ৩৩৩ তে কল দিচ্ছেন। কল পেয়ে যাচাই বাছায় করে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য পৌছে দিচ্ছে উপজেলা প্রশাসন।