রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

৪ ছেলেসহ পাড়াপ্রধান হত্যা: গ্রেফতার ২২ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক / ২০৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ন

বান্দরবানের রুমা উপজেলায় চার ছেলেসহ পাড়াপ্রধানকে হত্যার মামলায় গ্রেফতার ২২ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার রাতে জবানবন্দির পর বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতের বিচারক নুরুল হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতার আসামিরা হলেন— রুইতু ম্রো (৫০), ইংচং ম্রো (২৬), মাংজং ম্রো (২৮), ক্রংপং ম্রো (৩৮), পাসিং ম্রো (২২), ক্রংতন ম্রো (৩৫), ক্রাতপং সিংচাং ম্রো (৩৯), রিংয়ং ম্রো (৩৫), ইজাং ম্রো (২৭), থনলক ম্রো (৩৫), পালে ম্রো (২৫), ক্লাংসাই ম্রো (২০), মেনপ্রে ম্রো (২০), খংপ্রে ম্রো, কাইং প্রে ম্রো (১৮), মেনরাও ম্রো (২২), মেনয়া ম্রো (২৬), খনতন ম্রো (৪১), মেনয়ং ম্রো (২৪), চাংরাও ম্রো (৩১), থংওয়াই ম্রো (২৪) এবং মেনপং ম্রো (৩৭)। এরা সবাই রুমার গ্যালেংগা ইউনিয়নের পান্তলা মৌজার আবুপাড়ার বাসিন্দা।

রুমা থানার ওসি আবুল কাশেম জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা হত্যার বিষয়টি স্বীকার করেছেন। পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »