মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

৫ জনকে চাপা দিয়ে দোকানে ঢুকল বাস, নারী নিহত

নিজস্ব প্রতিবেদক / ২১৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ১১:০৯ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রবেশ মুখে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ ব্যক্তি ও পাঁচটি যানবাহনকে চাপা দিয়ে মহাসড়কের পাশের দোকানে ঢুকে পড়েছে।

এতে পথচারী এক নারী নিহত এবং চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও এর চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া কাউতলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রবেশ মুখ কাউতলি মোড় এলাকার এন্ডারসন সেতু পেরিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারায়। অনিয়ন্ত্রিত বাসটি দুটি সিএনজিচালিত অটোরিকশা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল এবং এক নারী পথচারীকে চাপা দিয়ে মহাসড়কসংলগ্ন দোকানে ঢুকে পড়ে।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর পরিচয় তখন জানাতে পারেননি ওসি।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »