শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

নিজস্ব প্রতিবেদক / ২৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৬:২৩ অপরাহ্ন

আগামী সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন— সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি ৪৮ শতাংশের বেশি ভোটার। অন্যদিকে, ভোটের পছন্দ জানাতে রাজি হননি ১৪ দশমিক ৪ শতাংশ মানুষ।

ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত এক জরিপে এ চিত্র উঠে এসেছে। জরিপে সহায়তা করেছে ভয়েস ফর রিফর্ম।

জরিপে দেখা যায়, যারা ভোটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের মধ্যে বিএনপিকে ভোট দিতে চান ১২ শতাংশ, জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন ১০ দশমিক ৪ শতাংশ, আওয়ামী লীগ ৭ দশমিক ৩ শতাংশ এবং এনসিপি ২ দশমিক ৮ শতাংশ।

গত বছরের অক্টোবর মাসে একই প্রশ্ন করা হলে বিএনপির প্রতি সমর্থন ছিল ১৬ দশমিক ৩ শতাংশ, জামায়াতের প্রতি ১১ দশমিক ৩ শতাংশ এবং এনসিপির প্রতি ২ শতাংশ। অর্থাৎ আট মাসে বিএনপি ও জামায়াতের সমর্থন কিছুটা কমলেও এনসিপির সমর্থন সামান্য বেড়েছে।

বয়সভেদে ভোটের পছন্দ
২৭ বছরের নিচে বিএনপির চেয়ে বেশি সমর্থন পেয়েছে জামায়াত। এ বয়সসীমার মধ্যে বিএনপিকে ভোট দিতে চান ৯ শতাংশ, জামায়াতকে ১২ শতাংশ, আওয়ামী লীগ ৭ শতাংশ এবং এনসিপি ৪ শতাংশ।
২৮ থেকে ৩৫ বছর বয়সী ভোটারদের মধ্যে বিএনপি ও জামায়াতের জনপ্রিয়তা সমান— উভয় দলকেই সমর্থন ১১ শতাংশ।
৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে বিএনপির প্রতি সমর্থন সবচেয়ে বেশি— ১৬ শতাংশ, জামায়াত ৯ শতাংশ, আওয়ামী লীগ ৭ শতাংশ এবং এনসিপি ৪ শতাংশ।

শিক্ষাভিত্তিক সমর্থন
গ্রাজুয়েটদের মধ্যে বিএনপি ও জামায়াতের প্রতি সমান সমর্থন— ১০ শতাংশ করে। আওয়ামী লীগকে সমর্থন ৫ শতাংশ, এনসিপি ৪ শতাংশ।
আনুষ্ঠানিক শিক্ষা নেই এমন ভোটারদের মধ্যে বিএনপির প্রতি সমর্থন ১৪ শতাংশ, জামায়াত ৯ শতাংশ, আওয়ামী লীগ ৭ শতাংশ এবং এনসিপি ২ শতাংশ।

নির্বাচন সুষ্ঠু হবে কি না
জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ মানুষ মনে করেন আগামী নির্বাচন সুষ্ঠু হবে। ১৫ শতাংশ মনে করেন হবে না।

সূত্র:বিবিসি নিউজ


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »