বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভোট গ্রহনে অনিয়ন হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকুরী থাকবে না… নির্বাচন কমিশনার সাতক্ষীরা পৌর এলাকায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিত ও বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবীতে গণঅবস্থান কর্মসূচী গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত শ্যামনগরে আমন মৌসুমে ১১৪৮০ কেজি ধানবীজ ও ৯১৮৪ কেজি সার বিতরণ করেছে লিডার্স ব্যাঙ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সাইক্লিং রবিবার থেকে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ঝিনাইদহে বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস কারখানায় র‍্যাবের অভিযান,দের লক্ষ টাকা জরিমানা হেশেল ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু কুষ্টিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

কুমারখালীতে ১ শ’ ৬০ টাকা লিটার দরে সয়াবিন তেল বিক্রি।

নিজস্ব প্রতিবেদক / ২৪৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২, ৫:১৭ অপরাহ্ন

সয়াবিন তেল বেশি দামে বিক্রি, ৭ শ’ লিটার সুয়াবিন তেল বাজার দামে বিক্রি করলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

কুষ্টিয়া কুমারখালী পৌর বাজারে প্যাকেট ও বোতলজাত সয়াবিন তেলের সরকার নির্ধারিত দামের চাইতেও বেশী মূল্য তেল বিক্রির দায়ে ৭ শ’ লিটার রুপ চাঁদা তেল। মাইকিং করে সাধারণ মানুষের মাঝে বিক্রি করলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যলয় ।

কুমারখালী (ট) বাজারে বাদশা ষ্টোরে অভিযান পরিচালনা করা হয় এই সময় কুমারখালী বড় মসজিদ গলির গোডাউনে মজুদ রাখা ৭ শ’ লিটার রুপ চাঁদা প্যাকেট সয়াবিন তেল তাৎক্ষণিক সাধারণ মানুষের মাঝে ১ শ’ ৬০ টাকা দরে বিক্রি করা হয়।

বুধবার বেলা ২ টা থেকে ৩ টা ৩০ মিনিট পর্যন্ত কুমারখালী পৌরসভার (ত) বাজার এলাকায় এ অভিযান চালানো হয়েছে। অভিযানের নেতৃত্বে ছিলেন সুচন্দন মন্ডল সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুষ্টিয়া। এ সময় তাঁকে সহযোগিতা করেন কুষ্টিয়া পুলিশের একটি দল।

এ সময় সয়াবিন তেল বেশি দামে বিক্রি করার অপরাধে বাদশা ষ্টোরের মালিক বাদশা কে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া, সহকারী পরিচালক বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির দায়ে কুমারখালীতে ১ টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা ও গোডাউনে থাকা ৭ শ’ লিটার সয়াবিন তেল সাধারণ মানুষের মাঝে ১ শ’ ৬০ টাকা দরে বিক্রি করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল আরও বলেন, জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বাজার তদারকির কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। পাশাপাশি অতিরিক্ত দাম রাখায় তাৎক্ষণিক ক্রেতাদের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়। তেলের দাম কে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রনে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় দোকান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ আদেশ অমান্য করা হলে তাঁদের বিরুদ্ধে সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ভোক্তারা বলেন, হঠাৎ সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন। অথচ এসব সয়াবিন তেল তারা দুই বা তিন সপ্তাহ আগে কিনে এনে দোকানে মজুত করেছেন। ন্যায্য দামে সয়াবিন তেল কিনতে পেয়ে আমাদের অনেক ভালো লাগছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে পদক্ষেপ নিচ্ছে খুব ভালো উদ্যোগ। এই অভিযান প্রতিনিয়ত চলুক। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করায় বিক্রেতাদের জরিমানা গুনতে হয়েছে। এভাবে বাজার তদারকি করা হলে অসাধু ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবেনা।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!