শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ১৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১:১১ অপরাহ্ন

চাঁদাবাজি, দখলদারিত্ব ও অনিয়ম-দুর্নীতির অভিযোগে কুষ্টিয়া প্রেসক্লাবে স্থাপিত জেলা বিএনপির অভিযোগ বক্সে এক সপ্তাহে এক বিএনপি নেতা, এক সরকারি কর্মকর্তা ও এক সাংবাদিকের নামে অভিযোগ জমা পড়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বক্স খুলে অভিযোগ পড়ে শোনান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলামিন রানা ওরফে কানাইয়ের বিরুদ্ধে চারটি অভিযোগ জমা পড়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি শহরের বড়বাজার এলাকায় জায়গা দখল, বস্তা পট্টি থেকে চাঁদা আদায় এবং সংখ্যালঘুদের কাছ থেকেও চাঁদাবাজির সঙ্গে জড়িত।

সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খানের বিরুদ্ধে অভিযোগ, কলকারখানার লাইসেন্স নবায়নে অতিরিক্ত টাকা নেওয়া ও মাসিক চাঁদা আদায়ের মাধ্যমে সিন্ডিকেট চালানো।

এ ছাড়া এক সাংবাদিকের বিরুদ্ধেও অভিযোগ জমা পড়েছে।

অভিযোগ প্রসঙ্গে আলামিন রানা বলেন,অভিযোগ বক্স থাকলে অভিযোগ পড়তেই পারে। যাচাই-বাছাই ও সরজমিনে দেখলেই বোঝা যাবে, এসবের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

সুজাত হোসেন খান বলেন, লাইসেন্স নবায়নে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগের সঙ্গে আমরা একমত নই।

অভিযোগ খোলার সময় প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান কুমার, কোষাধ্যক্ষ এম লিটন-উজ-জামান, দপ্তর সম্পাদক মোকাদ্দাস হোসেন সেলিমসহ অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।

জাকির হোসেন সরকার বলেন, মানুষ অভিযোগ জানাতে শুরু করেছেন। দ্রুতই অভিযোগগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। যেসব বিষয় আইনি, সেগুলো আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।

গত ২১ জুলাই দলীয় নেতা-কর্মীদের অনিয়ম, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জানার জন্য প্রেসক্লাবসহ শহরের কয়েকটি স্থানে অভিযোগ বক্স বসায় কুষ্টিয়া জেলা বিএনপি।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »