বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভোট গ্রহনে অনিয়ন হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকুরী থাকবে না… নির্বাচন কমিশনার সাতক্ষীরা পৌর এলাকায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিত ও বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবীতে গণঅবস্থান কর্মসূচী গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত শ্যামনগরে আমন মৌসুমে ১১৪৮০ কেজি ধানবীজ ও ৯১৮৪ কেজি সার বিতরণ করেছে লিডার্স ব্যাঙ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সাইক্লিং রবিবার থেকে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ঝিনাইদহে বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস কারখানায় র‍্যাবের অভিযান,দের লক্ষ টাকা জরিমানা হেশেল ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু কুষ্টিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

কুষ্টিয়ার সন্তান মাহমুদুল হক সাঈম আজ অভিনেতা সাঈম হক নামে পরিচিত।

নিজস্ব প্রতিবেদক / ২১৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৭:২৬ অপরাহ্ন

মাহমুদুল হক সাঈম আমরা যাকে এখন চিনি সাঈম হক হিসেবে । কুষ্টিয়া জেলা স্কুলের নামকরা দুষ্টু ছেলেটা আজ অভিনেতা। জীবন এভাবেই বদলে যায়। কে জানতো সেদিনের ছেলেটা অভিনয় করবে সাত মিলিয়ন পার করে দেওয়া মিউজিক ভিডিওতে। যেদিন অভিনয় করবে বলে স্বপ্নকে পুঁজি করে ইসলামিক ইউনিভার্সিটির মত গড়ে দেওয়া ক্যারিয়ার ছেড়ে ঢাকার উদ্দেশ্যে ছুটেছিল সেদিন হয়তো কেউই বিশ্বাস করেছিল না। কিন্তু ছেলেটার অদম্য চাওয়া আর আল্লাহর ইশারায় স্বপ্ন সত্যি হলো। ওনার সাথে কথা বলে জানা যায় ওনার যা স্বপ্ন তার কিছুই নাকি এখনো পূরণ হয়নি। ইতিমধ্যেই পাঁচটি মিউজিক ভিডিও এবং পনেরোটির বেশী নাটকে অভিনয় করেছে। এবার ঈদে তার প্রথম সলো নাটক বের হবে। মোট দুটি কাজ করেছে এবার ঈদে। একটি ফাইজুল কবির রতি পরিচালিত নাটক পিতা। এটিতে উনি আছেন সহশিল্পী হিসেবে, এই নাটকে আরও আছেন জাহের আলভি, মিহি সহ আরো অনেকে। অন্যটি তার সলো। এটি নিয়ে এখনই বেশি কথা বলতে চান নি। নাটকটির পোস্ট প্রোডাকশন এর কাজ চলছে। তারপরে সেটা নিয়ে কথা বলবেন। তার উল্লেখযোগ্য মিউজিক ভিডিও গুলোর মধ্যে আছে স্যামস ভাইয়ের সাথে তুই বড় বেইমান, সুজন আহমেদ এর সাথে বুকের ভেতর রাখছিলাম ও জিসান খান শুভ এর সাথে তোমায় মনে পড়ে। সবগুলো গানের মিউজিক ডিরেক্টর ছিলেন বাংলাদেশের অন্যতম মিউজিক ডিরেক্টর অংকুর মাহমুদ এবং প্রডিউসার ছিলেন ঈগল মিউজিক ভিডিও স্টেশনের প্রতিষ্ঠাতা কচি আহমেদ। ঈগল প্রোডাকশন থেকে বেরিয়ে আসার ব্যাপারে জিজ্ঞেস করলে অবশ্য কোনো সদুত্তর পাওয়া যায়নি। শুধু এতোটুকুই বলেছেন যে ঈগল তার ক্যারিয়ারের শুরুতে তাকে যেভাবে সাহায্য করেছে তার জন্য সারা জীবন ঈগল এর কাছে কৃতজ্ঞ থাকবেন। ভবিষ্যতে আর কখনো ঈগল এর সাথে কাজ করবেন কিনা জিজ্ঞেস করলে বলেন সেটা সময় বলে দেবে। ঈগল থেকে বের হওয়ার পরে তার প্রথম কাজ ছিল ডিরেক্টর রানা পরিচালিত নাটক ব্ল্যাক বক্স। বর্তমানে তিনি তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে নিয়ে কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি দর্শকদের সাথে যোগাযোগ রাখার জন্য এবং তার অন্যান্য ট্যালেন্ট সেখানে উন্মুক্ত করার জন্য ইউটিউবে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা দোয়া করি তার ইচ্ছা জানো আল্লাহ কবুল করেন। আমিন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!