শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভোট গ্রহনে অনিয়ন হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকুরী থাকবে না… নির্বাচন কমিশনার সাতক্ষীরা পৌর এলাকায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিত ও বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবীতে গণঅবস্থান কর্মসূচী গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত শ্যামনগরে আমন মৌসুমে ১১৪৮০ কেজি ধানবীজ ও ৯১৮৪ কেজি সার বিতরণ করেছে লিডার্স ব্যাঙ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সাইক্লিং রবিবার থেকে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ঝিনাইদহে বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস কারখানায় র‍্যাবের অভিযান,দের লক্ষ টাকা জরিমানা হেশেল ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু কুষ্টিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

দৌলতপুরে নিত্য পণ্যের বাজারমূল্যে উদ্বেগ, প্রয়োজনে ব্যবস্থা নিবে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক / ৩৬৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ৯:৪৩ অপরাহ্ন

বেসামাল দৌলতপুরের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার। পেঁয়াজ, কাঁচামরিচসহ কাঁচাবাজারে সবকিছুরই দাম চড়া। পাল্লা দিয়ে বাড়ছে দেশী-বিদেশী মুরগী আট এলপিজি গ্যাসের দাম।

গেল ৫দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ, বর্তমান বাজার মূল্য ৮০ থেকে ৮৫ টাকা কেজি। সপ্তাহখানেক আগে যা ছিলো কেজি প্রতি ৪০-৪৫ টাকা। কাঁচামরিচের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৫০ টাকা কেজিতে। আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা দরে। চড়া দাম বাজারে আসা নতুন মৌসুমী সবজির, মূলা ৪৫ থেকে ৫০ টাকা কেজি, ফুলকপি ৮০ থেকে ৯০ টাকা কেজি। শিম ১০০ থেকে ১১০ টাকা কেজি। উচ্ছ্যের দাম ৮৫ থেকে ৯০ টাকা কেজি। প্রতিবাজারেই সবজির দাম কেজিপ্রতি বেড়ে চলেছে।

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মরিচ, পেঁয়াজ ও অন্যান্য নিত্য পন্যের পাশাপাশি সপ্তা’র ব্যবধানে সিলিন্ডার প্রতি বাড়তি দামে এলপিজিতে যোগ হয়েছে আরও দেড়শো টাকা, বর্তমান বাজার মূল্য ১০৬০ থেকে ১০৮০ টাকা। তবে, খানেকটা স্থিতিশীল আছে চাল, আটা ও চিনির বাজার। লিটারে ৫ টাকা করে বেড়েছে ভোজ্য তেলের দাম।

দশ দিনের ব্যাবধানে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে মাংসের দাম। ডিমের দাম ৩০ পিসের খাঁচা প্রতি কমেছে ১৫ থেকে ২০ টাকা।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে উপজেলার বিভিন্ন ফসলের মাঠে এখন উঠছে লাউ, শিম, কুমড়া, পালং শাক, ফুল কপি, বাঁধাকপি, মুলা, বেগুন, করোলা, শশা, পটল, পেঁপেসহ বিভিন্ন সবজি।

বিভিন্ন ধরনের সবজি উৎপাদনে সমৃদ্ধ হওয়া সত্বেও কৃষক পর্যায় থেকে কাঁচাবাজারে উঠলেই দু’ধাপে কিভাবে এসব পণ্যের দাম এত বেশি বেড়ে যাচ্ছে তা নিয়ে ক্রেতাদের মধ্যে উদ্বেগ রয়েছে।

এ প্রসঙ্গে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু বলেন, জেলা বাজার মনিটরিং কর্মকর্তার কাছ থেকে দ্রব্যমূল্যের তথ্য নেয়া হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ইউএনও স্যার নতুন যোগদান করেছেন, বিষয়গুলো তাঁকে অবগত করা হবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!