বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভোট গ্রহনে অনিয়ন হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকুরী থাকবে না… নির্বাচন কমিশনার সাতক্ষীরা পৌর এলাকায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিত ও বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবীতে গণঅবস্থান কর্মসূচী গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত শ্যামনগরে আমন মৌসুমে ১১৪৮০ কেজি ধানবীজ ও ৯১৮৪ কেজি সার বিতরণ করেছে লিডার্স ব্যাঙ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সাইক্লিং রবিবার থেকে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ঝিনাইদহে বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস কারখানায় র‍্যাবের অভিযান,দের লক্ষ টাকা জরিমানা হেশেল ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু কুষ্টিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৬০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ৬:২০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সালমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সানোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

শনিবার রাত ৯টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার ছোট চাঁদপুর এলাকা থেকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সামরিক শাখা-ইসাবার সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

রোববার দুপুরে নওগাঁর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আকিউল ইসলাম।

এ সময় নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও সাবিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের সামনে গ্রেফতার জেএমবি সদস্য সানোয়ারকে হাজির করা হয়।

সংবাদ সম্মেলনে আকিউল ইসলাম বলেন, গ্রেফতার সানোয়ার হোসেন পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। তিনি ২০০০ সালে জেএমবির সদস্যভুক্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুরে জেএমবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। ২০০৭ সালে জেএমবির আমীর শায়খ আব্দুর রহমানের ফাঁসি হলে কিছুদিন মাওলানা সাইদুর রহমান জেএমবির আমীর হন।

পরবর্তীতে নেতৃত্ব নিয়ে জেএমবির মধ্যে অন্তকোন্দল শুরু হয়। এর জেরে ২০১২ সালের ২৬ এপ্রিল সানোয়ার ও তার সহযোগীরা প্রতিপক্ষ গ্রুপের জেএমবি সদস্য সালমানকে নাচোল উপজেলার খুলশী বোরিয়া এলাকার একটি আমবাগানে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করে।

ওই মামলায় গ্রেফতার হওয়ার কিছুদিন পর সানোয়ার জামিনে মুক্ত হন। সালমান হত্যা মামলায় ২০১৯ সালের ২৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত পলাতক সানোয়ারসহ তিনজনের মৃত্যুদণ্ড প্রদান করেন।

সালমান হত্যা মামলা ছাড়াও সানোয়ারের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় দুটি মামলার গ্রেফতারি পরোয়ানা জারি আছে। এছাড়া গোমস্তাপুর থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

তিনি আরও বলেন, সালমান হত্যা মামলায় জামিনে মুক্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ এলাকায় জেএমবিকে সক্রিয় করার কাজ করে যাচ্ছিলেন। সম্প্রতি এটিইউর চৌকস আভিযানিক দল জানতে পারে যে, সানোয়ার হোসেন নওগাঁর পত্নীতলা উপজেলার ছোট চাঁদপুর এলাকায় আব্দুল্লাহ নামে আত্মগোপন করে আছেন। সেখানে তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন। শনিবার রাত ৯টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার ছোট চাঁদপুর এলাকা থেকে নওগাঁ পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে সানোয়ারকে গ্রেফতার করে অ্যান্টি টেরোরিজম ইউনিট।

আকিউল ইসলাম জানান, গ্রেফতার সানোয়ারকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে নেওয়া হবে। পরবর্তীতে আদালতের নির্দেশে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!