মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক / ২৯০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৭:৪৮ অপরাহ্ন

কুমারখালী উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের সহযোগিতায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সারাদিন ব্যাপী তেবাড়িয়া শেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪টি বেণুতে একযোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক প্রতিযোগী এতে অংশ গ্রহণ করেন। শিশু প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীরের সঞ্চলনায় সভাপতিত্ব করেন শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমূখ । প্রতিযোগীদের বিভিন্ন বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

উল্লেখ্য, শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশ, শারীরিক-মানসিক সুস্থতা এবং শিশুদের অধিকার সুরক্ষা করাই হলো এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। এর মাধ্যমে শিশুরা তাদের নিজেদর যোগ্যতা প্রমাণ করার সুযোগ পায়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »