কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় মীর জিয়াউর রহমান (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ লাইন সংলগ্ন হাজির গলির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মজমপুরগামী বাসটি বেপরোয়া গতিতে এসে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি প্রায় ২০০ ফিট টেনে নিয়ে যায় বাসটি। গুরুতর আহত জিয়াউর রহমান ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হাবিবা খাতুন বলেন, আমরা বিকট শব্দ শুনে রাস্তায় তাকাই। দেখি একটি বাসের নিচে আগুনের মতো কিছু জ্বলছে। পরে বুঝতে পারি মোটরসাইকেল আটকে গেছে। মোটরসাইকেল আরোহীকে টেনে নিয়ে যাচ্ছিল। তাঁর কান দিয়ে রক্ত পড়ছিল। তখনও তিনি জীবিত ছিলেন, পানি চাইছিলেন। কিছুক্ষণের মধ্যে তিনি অচেতন হয়ে পড়েন এবং মারা যান।
দুর্ঘটনার পর চালক বাস থামিয়ে পালিয়ে যান। নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো :মোশাররফ হোসেন বলেন,বাসটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।