বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভোট গ্রহনে অনিয়ন হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকুরী থাকবে না… নির্বাচন কমিশনার সাতক্ষীরা পৌর এলাকায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিত ও বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবীতে গণঅবস্থান কর্মসূচী গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত শ্যামনগরে আমন মৌসুমে ১১৪৮০ কেজি ধানবীজ ও ৯১৮৪ কেজি সার বিতরণ করেছে লিডার্স ব্যাঙ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সাইক্লিং রবিবার থেকে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ঝিনাইদহে বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস কারখানায় র‍্যাবের অভিযান,দের লক্ষ টাকা জরিমানা হেশেল ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু কুষ্টিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

আন্দোলন করে সরকার পতনের ক্ষমতা বিএনপি-জামায়াতের নেই: কুষ্টিয়ায় হানিফ

নিজস্ব প্রতিবেদক / ১৮৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২, ৭:৫৩ অপরাহ্ন

আন্দোলন করে সরকার পতনের ক্ষমতা বিএনপি-জামায়াতের নেই বলে মনে করে আওয়ামী লীগ।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি বলছে- খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে না আন্দোলনের ভয়ে। খালেদা জিয়া তো আগেও মুক্ত ছিলেন।

‘তখন আন্দোলন করেও সরকারের পতন ঘটাতে পারেনি তারা। বিএনপি-জামায়াতের আন্দোলন করে সরকারের পতন ঘটানোর ক্ষমতা নেই। তারা আগেও চেষ্টা করেছে কিন্তু পারেনি।’

কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে বেলা ১১টার দিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকারের বিধিনিষেধ নিয়ে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগের এই নেতা।

তিনি বলেন, ‘সরকার যে বিধিনিষেধ জারি করেছে তার মূল লক্ষ্য করোনা মহামরির সংক্রমণ নিয়ন্ত্রণের মাধ্যমে প্রাণহানি কমানো। কোনো রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিয়ন্ত্রণে এ ধরনের বিধিনিষেধ আরোপের প্রশ্নই ওঠে না।’

মঙ্গলবার এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে সরকারের দেয়া নির্দেশাবলি বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের অপপ্রয়াস।

এই বিবৃতি দেয়ার কয়েক ঘণ্টা আগে সস্ত্রীক ফখরুলের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে গণমাধ্যমে। তিনি ও তার স্ত্রী চিকিৎসকদের পরামর্শে ঘরে আইসোলেশনে আছেন বলে পরিবার ও দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘করোনার নতুন ধরনও দ্রুত ছড়িয়ে পড়ছে। এখানে সরকারের দায়িত্ব হলো এটাকে প্রতিরোধ করে জাতিকে রক্ষা করা। সরকার সে কারণেই বিধিনিষেধ জারি করেছে।’

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, ‘জনগণের আস্থার প্রতীক নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বিপুল ভোটে জয়ী হবেন।’

সীমান্ত জেলা কুষ্টিয়ায় করোনা মোকাবিলায় কী পদক্ষেপ নেয়া হচ্ছে- এ প্রশ্নে হানিফ বলেন, ‘করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

সূত্র: নিউজ বাংলা ২৪


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!