শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভোট গ্রহনে অনিয়ন হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকুরী থাকবে না… নির্বাচন কমিশনার সাতক্ষীরা পৌর এলাকায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিত ও বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবীতে গণঅবস্থান কর্মসূচী গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত শ্যামনগরে আমন মৌসুমে ১১৪৮০ কেজি ধানবীজ ও ৯১৮৪ কেজি সার বিতরণ করেছে লিডার্স ব্যাঙ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সাইক্লিং রবিবার থেকে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ঝিনাইদহে বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস কারখানায় র‍্যাবের অভিযান,দের লক্ষ টাকা জরিমানা হেশেল ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু কুষ্টিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

ছোট বোনের বিয়ের দিন লাশ হলেন বড় বোন

নিজস্ব প্রতিবেদক / ২৩৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ১১:২৭ পূর্বাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ছোট বোনের বিয়ের দাওয়াতে যেতে না পারায় স্বামীর ওপর অভিমান করে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।

শুক্রবার রাতে উপজেলার দুল্লা ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।

তবে নিহতের পরিবারের দাবি, তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।

নিহত গৃহবধূর নাম মার্জিয়া সুলতানা তমা (১৯)। তিনি উপজেলার চারিপাড়া গ্রামের আবু তাহেরের মেয়ে।

স্বামী জহুরুল ইসলাম (২৬) ওই গ্রামের মো. নরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন মুক্তাগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার নিহতের ছোট বোন তামান্না আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল। ছোট মেয়ের বিয়ে উপলক্ষে বাবা আবু তাহের (৪৫) তমা ও তার জামাইকে দাওয়াত দিয়ে নিতে যায়।

তমাকে দাওয়াতে যেতে দেওয়া হবে না বলে শ্বশুরকে অপমান করে বাড়ি থেকে চলে যেতে বলেন জহুরুল। পরে স্বামীর ওপর অভিমান করে ঘর থাকা বিষপান করে আত্মহত্যা করেন তমা।

এলাকাবাসী তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়ার কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক তমাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের বাবা আবু তাহের (৪৫) বাদী হয়ে থানায় আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করলে পুলিশ স্বামী জহুরুল ইসলামকে আটক করে।

নিহতের মা রিনা আক্তার যুগান্তরকে জানান, গত ২৮ ডিসেম্বর ২০২০ জহুরুলের সঙ্গে আমার মেয়ে তমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমার মেয়েকে বিভিন্নভাবে নির্যাতন করে শ্বশুরবাড়ির লোকজন। আমার মেয়েকে ওরা মাইরা ফালাইছে। আমার মেয়ের মৃত্যুর আসল রহস্য জানতে চাই আমি।

প্রতিবেশী মুক্তার আলী যুগান্তরকে জানান, কয় মাস হলো তাদের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ লেগেই ছিল। সন্ধ্যায় পর শুনলাম তমা মারা গেছে। তার মৃত্যুটা আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। বিষপান করলে তো মুখে গন্ধ থাকবে। তার মুখ থেকে কোনো গন্ধ পাইনি।

এদিকে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান যুগান্তরকে বলেন, হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পর রোগী মারা যায়। পরিবারের তরফ থেকে আমাদের মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি। তবে বিষপান করার কোনো আলামত প্রাথমিকভাবে আমরা পাইনি। লাশ ফরেনসিক বিভাগে পাঠালে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

মৃত্যু প্রসঙ্গে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া যুগান্তরকে জানান, ধারণা করা হচ্ছে, বোনের বিয়েতে না যেতে পেরে স্বামীর ওপর অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছে। নিহতের বাবা বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনা মামলা করেছে। আমরা আসামিকে গ্রেফতার করেছি। লাশ ময়মনসিংহ কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!